রক্তের সংকট মেটাতে বীরভূমের সিউড়িতে রক্ষা কালিতলা মন্দিরে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি : রক্তের সংকট মেটাতে বীরভূমের সিউড়িতে রক্ষা কালিতলা মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এ দিন করণা আবহের সামাজিক দূরত্ব বিধি মেনে নিয়ম মেনেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন । প্রত্যেক বছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় । রক্ষা কালী পূজা উপলক্ষে প্রায় 40 জনের মতো রক্তদান এদিন এখানে করবেন বলে জানিয়েছেন ক্লাবের এক সদস্য । পাশাপাশি তিনি এও জানান করনার ভয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই বছর বন্ধ রাখা হয়েছে । করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে সিউড়িতে রক্তদান শিবির করা হলো রক্ষা কালিতলা মন্দিরে।