নিজস্ব প্রতিনিধি: বারাসাত :- রক্তের উপাদান পৃথক করার ব্যবস্থা আনুষ্ঠানিক ভাবে চালু হল বারাসাত জেলা হাসপাতালে ।এদিন প্রকল্পটির ভার্চুয়াল ভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর ফলে উপকৃত হবেন জন্যসংখ্যার নিরিখে রাজ্যের বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগণার মানুষ । জেলার সব সরকারি -বেসরকারি হাসপাতালে প্লাসমা বা প্লেটলেটস সহ রক্তের উপাদান মিলবে বারাসাত হাসপাতাল থেকে । সাড়ে তিনকোটি টাকা ব্যয়ে গড়ে তোলা প্রকল্পে রক্তের উপাদান পৃথক করার যন্ত্র বসানো হয়েছে হাসপাতালের ব্লাড ব্যাংকে । এখন থেকে জীবনদায়ী পরিষেবায় রক্ত উপাদান সংগ্রহের জন্য জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে কলকাতা ছুটতে হবে না । এদিন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ,মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বারাসাত হাসপাতালে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়,এসময় বারাসাত হাসপাতালে আরো উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়, বারাসাত জেলা হাসপাতালের সুপার সুব্রত মন্ডল সহ উচ্চ পর্যায়ের স্বাস্থ্য আধিকারিকবৃন্দ ।।