মেয়ের মুখে ভাত খাওয়ানো হলো না এ বাংলার সেনা জওয়ান সুবোধের

নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ মেয়ের মুখে ভাত খাওয়ানো হল না এবাংলার সেনা জওয়ান সুবোধের। ভারত পাক সীমান্তে গত বৃহস্পতিবার রাতে উত্তর কাশ্মীরের বারামুলায় উরি সেক্টরে পাক সেনাবাহিনীর লাগাতার হানা। ক্রমাগত গুলির লড়াইয়ে ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেন।আর এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনাদের মধ্যে নদিয়ার তেহট্টে এক প্রত্যন্ত গ্রামের রঘুনাথপুরের বাসিন্দা সুবোধ ঘোষ (২৪) প্রান হারিয়েছেন।গত কয়েকদিন ধরে কাশ্মীরের বারামুলা,কুপোয়ারা সহ অন্যন্য এলাকায় সীমানা লংঘন করে লাগাতার গুলির লড়াই।কেপে ওঠে সীমানার সেনাবাহিনীর ক্যাম্পগুলিও।সুবোধের মা বাসন্তী দেবীর কাছে গতকাল বিকেলেই ফোন আসে তার ছেলে সীমান্তে সেনা লড়াইয়ে প্রান হারিয়েছেন।ফলে শোকের ছায়া বিস্নন্নতা নিয়ে কাতর যন্ত্রনায় সন্তান হারানোয় ব্যাথায় মন কুড়ে কুড়ে খাচ্ছিল।মুহুর্তের মধ্যে সারা গ্রাম এই দুঃসংবাদ শুনে শোক্সতব্ধ।পরিবার সুত্রে জানাগেছে গত তিন মাস আগে বাড়ি এসেছিলেন সুবোধ।সুবোধের স্ত্রী অনিন্দিতার সাথে বছর খানেক আগে শুভ পরিনয় সম্পন্ন হয়েছিল।তার একটি তিন মাসের কন্যা সন্তান আছে।সুবোধের স্ত্রী অনিন্দিতা তার কন্যাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন বাড়ি ফিরে গভীর শোকের ছায়ায় স্বামীকে হারিয়ে কন্যার বুক আগলে চোখের জল আর বেদনা।ছোট্ট শিশু কন্যাও পেলো না বাবার স্নেহ ভালবাসা।এখন হাহাকার আর কান্নার আওয়াজ ভেসে আসছে ওই গ্রামের ঘরে ঘরে।শ্যামা মায়ের পুজোয় দীপাবিলীর জললো না সুবোধের বাড়ির প্রদীপ।চোখের জলে বিদায় জানাবে সুবোধকে, এখন তার কফিন বন্দী মৃতদেহ আসার অপেক্ষায়।সুবোধের আসার কথা আগামী ডিসেম্বর মাসে তার কন্যার মুখে ভাতের অনুসঠানে।

SHOW LESS