মুকুল রায় ফিরছেন পুরনো দলে
সম্ভবত আজি মুকুল রায় যোগদান করবেন তৃণমূল কংগ্রেসের। সূত্রের খবর প্রথমে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাত করার পর তৃণমূল ভবনে যাবেন মুকুল রায়। সেখানেই যোগদান করবেন তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে। বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল মুকুল রায় সম্ভবত যোগদান করতে পারেন তৃণমূল কংগ্রেসে। এই জল্পনা শুরু হয়েছিল মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে যাওয়ার পর থেকেই। ভোটের বেশ কিছু আগে থেকেই ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছিল মুকুল রায়ের বর্তমান দল বিজেপির সাথে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সম্ভবত আজি মুকুল রায় ফিরতে চলেছেন তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে এ।
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251