মালদহের চাঁচলে আইনজীবীদের কর্মবিরতি।।

নিজস্ব প্রতিনিধি : মালদা: চাঁদা না দেওয়ায় এক আইনজীবিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল দলিল লেখকদের বিরুদ্ধে। এবছরের জানুয়ারি মাসে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা রেজিস্ট্রি অফিসে ওই ঘটনাটি ঘটে।ঘটনায় দুই-পক্ষই থানায় অভিযোগ করে। কিন্তু দীর্ঘদিন বাদেও আইনজীবীকে মারধরের অভিযুক্তরা গ্রেফতার হয়নি। ফলে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কর্মবিরতি করে ধর্নায় বসল চাঁচল মহকুমা আদালতের আইনজীবিরা।মঙ্গলবার সকাল থেকে আইনজীবীরা কাজ বন্ধ রেখে ধর্নায় বসেন। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যনাত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন চাঁচল বার অ‍্যাসোশিয়েশনের সম্পাদক খাইরুল আনাম। তিনি বলেন, পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করছে না। ততার প্রতিবাদেই আমরা পথে নামতে বাধ্য হয়েছি। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।তবে দুদিনের মধ‍্যে গ্রেফতার না হলে মহকুমা এলাকার কোনো অভিযুক্তকে নিয়ে পুলিশকে আদালতে ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে চাঁচলের বার অ‍্যাসোশিয়েশন।তবে জেলা জজের আবেদনে কর্মবিরতি চলাকালীন দুই দিন আদালতে আসামী পেশ করতে দেওয়া হবে বলে বার অ‍্যাসোশিয়েশনেরর তরফে জানানো হয়েছে। আইনজীবী-পুলিশের তর্জায় আপাতত আদালতে প্রবেশ বন্ধ মহকুমা এলাকার অন‍্যান‍্য মামলা কারীদের।বন্ধ রয়েছে টেবিলের কাজ। ফলে বিপাকে পড়তে হচ্ছে আদালতে কাজে আসা মানুষদের। এই প্রসঙ্গে তুলসিহাটা দলিল লেখক সমিতির সভাপতি সমর উপাধ্যায় বলেন, মারধরের ঘটনা ঘটেনি। আইনজীবীদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কেনো এমন অভিযোগ করা হচ্ছে জানি না। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস অবশ‍্য জানিয়েছেন, অভিযুক্তরা পলাতক, তাদের তল্লাশি চলছে।

SHOW LESS