নিজস্বপ্রতিনিধি :– নির্বাচনের দিন ঘোষণার পরই মানিকচকের বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি । শনিবার সকাল থেকেই মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে এক প্লাটুন কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেন l এদিনে কর্মসূচিতে অংশগ্রহণ করে মানিকচক ব্লক প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের সাথে মানিকচক ব্লক জয়েন্ট বিডিও রমেশ চন্দ্র মন্ডল গ্রামে গ্রামে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন ,সকলে যাতে নিরাপদে ভোট দিতে পারে তার জন্য গ্রামবাসীর আশ্বস্ত করেন । এই বিষয়ে রমেশবাবু জানাই আজ মানিকচক থানার নুরপুর থেকে কেন্দ্র বাহিনী নিয়ে টহলদারি শুরু হলো । ভোটাররা যাতে নির্ভয় নিরাপদে থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করে তার জন্য এলাকা পরিদর্শন।