মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের উপার্জনশীল করে তোলার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল ওয়াজ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদেরকে উপার্জনশীল করার লক্ষ্যে বদ্ধপরিকর,তাই আজ ভাজাচাওলি অঞ্চলের সভাগৃহ সেলফহেল্প গ্রুপের মহিলাদের নিয়ে পানি পালক প্রশিক্ষণ শিবিরের আয়জন করা হয়, উপস্থিত আছেন কাঁথি 3পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ চন্দ্র বেজ মহাশয়, জনপ্রিয় প্রধান স্বপন বাগ, পঞ্চায়েত সদস্যা মামনি ধাড়ামি, প্রাণী মিত্রা কাকলি বেরা, চন্দনা পড়্যা, মৃন্ময়ী মন্ডল, c.s.p. অন্নপূর্ণা মাইতি, সুমতি ঘোড়াই, ভাজা চাওলি নারী বিকাশ নান্দনিক সংঘের সম্পাদিকা সোমা করন, সভানেত্রী সন্ধ্যা আদক, কোষাধক্ষ্য লক্ষ্মী রাউৎ