মাননীয় মুখ্যমন্ত্রীকে “প্রতিশ্রুতি দিদি” বলে বিদ্রুপ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিশ্রুতি দিদি বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীলিপবাবু বলেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। 10 বছর আগে যদি কল্পতরু হতেন তাহলে উনার এই অবস্থা হতো না। উনার দলের লোক উনার পার্টি পার্টি ছেড়ে পালাত না। এক মাস পর দেখবেন উনার পার্টি বলে আর কিছু থাকবে না। তৃণমূল সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট পুরোপুরি ব্যর্থ। কিন্তু পার্টির ভিতরে যে ডিজাস্টার শুরু হয়েছে তা নিয়ে তৃণমূল নেত্রী মমতা খুব ব্যস্ত রয়েছেন। এখন ঊনার পার্টি ডিজাস্টার ম্যানেজমেন্ট এর মিটিং নিয়মিত হবে।