আজ জ্যোতি বসুর জন্মদিনে বিধানসভায় জ্যোতি বসুর গলায় মাল্যদান করার জন্য একটা বামপন্থী নেতা উপস্থিত ছিলেন না। আগামীদিনে দিল্লীতে পার্লামেন্টে মোদী অমিত শাহের গলায় মালা দেবার জন্য কোনও বিজেপি নেতাকে খুঁজে পাওয়া যাবে না। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিলে এসে বিজেপি কে আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কামারহাটি রথতলা মোড় থেকে নিজে সাইকেল চালিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন মদন মিত্র। তারপর তিনি গরুর গাড়িতে চড়ে পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। এই মিছিলে মদন মিত্র ছাড়া উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা সহ কামারহাটির তৃণমূল নেতারা।