মণীশ শুক্ল খুনে এক ব্যবসায়ীকে আটক, জেরা এক শার্প শ্যুটারকে, মঙ্গলবার খোলসা করতে পারে পুলিশ

টিটাগড় শ্যুটআউট কাণ্ডে স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার তাঁকে দফায় দফায় করেছেন সিআইডি কর্তারা। পুলিশের একটি সূত্রে খবর, সেই সঙ্গে জেরা করা হয়েছে এক শার্প শ্যুটারকে। এ ব্যাপারে কাল মঙ্গলবার সবিস্তারে জানাতে পারে রাজ্য পুলিশ।
রবিবার রাত ৮ টা নাগাদ টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা। মণীশের শরীরে অন্তত ১২ টি বুলেট লেগেছে বলে জানা গিয়েছে। ওই খুনের ঘটনার পরই বিজেপি অভিযোগ করে, তৃণমূল আশ্রিত গুণ্ডারাই এর নেপথ্যে রয়েছে। সেই সঙ্গে রয়েছে পুলিশি মদত। নইলে থানার ঢিল ছোড়া দূরতে এমন ভাবে খুন হতে পারে না।

কিন্তু সূত্রের খবর, ঘটনার তদন্তে নেমে সোমবার ভোরে টিটাগড় এলাকা থেকে এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তার নাম খুররম। টিটাগড়, ভাটপাড়া, জগদ্দল এলাকার অনেকেই জানেন মণীশের সঙ্গে খুররমের সংঘাত অনেক দিনের। খুররমের বাবা ছিলেন স্থানীয় সিপিএম নেতা। তাঁর খুন হওয়ার ঘটনায় মণীশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

এদিন পুলিশ খুররমকে আটক করার পর সিআইডি-র অফিসাররা তাঁকে সারাদিন ধরে জেরা করেন। জানা গিয়েছে, সেই সঙ্গে আটক করা হয়েছে এক শার্প শ্যুটারকে। তবে সেই গুলি চালিয়েছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। বরং একটি সূত্রের মতে, হতে পারে মণীশ সম্পর্কে সে তথ্য দিয়েছিল আততায়ীদের।

সোমবার এই দু’জনকে আটক করার পর পুলিশ তাৎপর্যভাবেই জানিয়েছিল যে টিটাগড়ের খুনের ঘটনা নিয়ে অহেতুক জল্পনা ঠিক নয়। কারণ, যে ব্যক্তি খুন হয়েছেন তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি খুনের অভিযোগ ও প্রানহাণির চেষ্টার অভিযোগ রয়েছে। হতে পারে ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে।
সোমবার গভীর রাতে তদন্তের অগ্রগতি সম্পর্কে রাজ্য পুলিশের এক বড় কর্তাকে ফোন করা হলে তিনি বলেন, তদন্ত ভালই এগোচ্ছে। কাল সকালের জন্য অপেক্ষা করুন।