ভ্যালেন্টাইন্স ডে তে 40 জন জোয়ান শহীদ হয়েছিল কাশ্মীরে।।

দিব্যেন্দু গোস্বামী:- বীরভূম:- একদিকে যখন 14 ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে ।যুবক-যুবতীদের কাছে প্রপোজ করার দিন ঠিক এই দিনেই 40 জন জোয়ান শহীদ হয়েছিল কাশ্মীরে। প্রায় 100 জন যুবক যুবতী এবং মধ্যবয়স্ক সকলেই আজকে রক্তদান শিবিরে রক্ত দান করেন। আজ অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত এবং এই রক্ত দিতে পেরে সবাই খুশি।