#ভুয়ো সিবিআইঅফিসার#CBI#সিবিআই#বেঙ্গল টিভি#bengaltv24x7.com#Bengal TV24X7.Com
উত্তর 24 পরগনা জেলার বিধান নগর কমিশনারেট এর বাগুইহাটি থেকে গ্রেপ্তার ভুয়ো সিবিআই অফিসার। গ্রেফতার করল বরানগর থানার পুলিশ। সিবিআই এর ইন্সপেক্টর পদে চাকরি পাইয়ে দেবার নাম করে এক আইনজীবী দম্পতির কাছ থেকে 24 লক্ষ টাকা হাতিয়ে নেয়। বরানগরের শরৎচন্দ্র রোডের বাসিন্দা ওই আইনজীবী দম্পতি রবিবার বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতেই বাগুইহাটি থেকে কৃশানু মন্ডল নামে ওই যুবককে গ্রেফতার করে বরানগর থানা পুলিশ। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…
Facebook:- https://www.facebook.com/jagat.chakra…
Page:- https://www.facebook.com/Bengal-TV24X…
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251