
ব্যুরো: দৈনিক সংক্রমণে ফের রেকর্ড ভাঙল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৯১ হাজার মানুষ। মৃতের সংখ্যা হাজারের বেশি। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৬৯ হাজার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, সোমবার ৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪২,০৪,৬১৩। এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৭১,৬৪২ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩২,৫০,৪২৯ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৮,৮২,৫৪২।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০,৮০২ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১০১৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬৯,৫৬৪ জন। ভারতে এখন সুস্থতার হার ৭৭.৩১ শতাংশ এবং মৃত্যুহার ১.৭১ শতাংশ।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে এখন ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে আক্রান্তের সংখ্যা ৪,৮৭,৩৩১। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৩৪৭ জনের। সুস্থ হয়েছেন ৩,৮২,১০৪ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ কেস ১,০০,৮৮০।
তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৫৭,৬৯৭। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৭৪৮ জনের। করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৯৮,৩৬৬ জন। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ৫১,৫৮৩।
চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৮৯,২৩২। সংক্রমণে মৃত্যু হয়েছে ৬২৯৮ জনের। সুস্থ হয়েছে ২,৮৩,২৯৮ জন। কর্নাটকে অ্যাকটিভ কেস ৯৯,৬৩৬।
পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। এখানে আক্রান্তের সংখ্যা ২,৫৯,৭৬৫। মৃত্যু হয়েছে ৩৮৪৩ জনের। সুস্থ হয়েছে ১,৯৫,৯৫৯ জন। উত্তরপ্রদেশে অ্যাকটিভ কেস ৫৯,৯৬৩।
ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৮,১৯৩। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৫৩৮ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৬৩,৭৮৫ জন। দিল্লিতে এখন অ্যাকটিভ কেস ১৯,৮৭০।