নিজস্ব প্রতিনিধি : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ বোলপুরে এসে পৌঁছাবেন আর কিছুক্ষণ পরেই। তাই অমিত শাহ যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা পরিষ্কার করার দায়িত্ব নিল স্বচ্ছ ভারত অভিযানের মহিলা পুরুষ সদস্যরা। তারা আজকে সকাল আটটা থেকে ওই রাস্তা পরিষ্কার করে যাচ্ছেন এবং তারা জানিয়েছেন সভাস্থল শেষ হয়ে যাবার পরও তারা এই ধরনের স্বচ্ছ ভারত অভিযান করবেন। শোনা যাচ্ছে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছে প্রায় 30 থেকে 50 জন স্বেচ্ছাসেবক। তারা ঝাড়ু হাতে পাঞ্জাবি এবং শাড়ি পড়ে রাস্তায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন।