ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা ডেপুটেশন দিলেন রামপুরহাট থানায়

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে পশ্চিমবঙ্গে গনতন্ত্র প্রতিষ্ঠা ও বিজেপি কর্মীদের প্রতি প্রশাসনিক অত্যাচার এর বিরুদ্ধে স্মারকলিপি রামপুরহাট থানায়।বিরোধী রাজনৈতিক দলের কার্য্যকর্তাদের কন্ঠরোধ তৃণমূল গুন্ডাবাহিনী দ্বারা বন্ধ করতে হবে,তৃণমূল গুন্ডা বাহীনি দ্বারা বিজেপির কর্মসূচি বানচাল করা ও সাধারণ মানুষের কন্ঠরোধ করা গনতান্ত্রিক হত্যা এর বিরুদ্ধে প্রশাসনকে হস্থক্ষেপ করতে হবে,মিথ্যা কেস ও বিজেপি কর্মীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রশাসনকে ধিক্কার জানায় যুব মোর্চার পক্ষ থেকে,প্রশাসনকে নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে শাসকের দাস হওয়া চলবে না,বালি খাদান,পাথর খাদান,কয়লা খাদান ও গরু পাচারকারীদের কাছ থেকে প্রশাসনের টাকা তোলা বন্ধ করতে হবে।এই দাবিদাওয়া নিয়ে আজ ডেপুটেশন দেয় ভারতীয় জনতা যুব মোর্চা রামপুরহাট শহর মন্ডলের পক্ষ থেকে।