ভাটপাড়া বিজেপির একটি নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি ।।

নিজস্ব প্রতিনিধি :- ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুলিডিপো এলাকায় বিজেপির একটি নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঐ এলাকার বিজেপির নির্বাচনী কার্যালয়ে বোমাবাজি করে দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচনে সাধারণ মানুষ যাতে ভোট দিতে বাইরে না বেরোয় সে কারণেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই বোমাবাজি করেছ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির। ঘটনার তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ।

SHOW LESS