ভাইপোর সঙ্গে কাকিমার পরকীয়া! দু’জনকে একসঙ্গে স্নান করিয়ে পাপ ধোয়ার নির্দেশ খাপ পঞ্চায়েতের

 ব্যুরো: কাকিমা ও ভাইপোর মধ্যে পরকীয়া সম্পর্কের অভিযোগ উঠেছে রাজস্থানের সিকার জেলায়। আর সেজন্য সবার সামনে একসঙ্গে দু’জনকে স্নান করে পাপ ধোয়ার নির্দেশ দিল খাপ পঞ্চায়েত। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সানসি সম্প্রদায়ের মধ্যে। খাপ পঞ্চায়েতের এই রকমের নির্দেশে শুরু হয়েছে বিতর্ক।

জানা গিয়েছে, গ্রামের এক মহিলার তাঁর ভাইপোর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল। গ্রামের কয়েকজন তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন বলে অভিযোগ। আর তারপরেই সবার সামনে খাপ পঞ্চায়েত বসানো হয়। সেখানে মহিলাকে ৩১ হাজার টাকা ও তাঁর ভাইপোকে ২২ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শুধু তাই নয়, দু’জনকে একসঙ্গে পুকুরে স্নান করার নিদান দেন খাপ পঞ্চায়েতের সদস্যরা। এতে তাঁদের পাপ ধুয়ে যাবে বলেই জানানো হয়। স্নান করতে বাধ্যও হন তাঁরা। সেই ঘটনার ভিডিও অনেকে তুলে রাখে মোবাইলে। তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশও হয়।

এই ঘটনার পরেই শুরু হয় বিতর্ক। সানসি সম্প্রদায়ের কয়েক জন সিকার জেলার পুলিশ সুপারের কাছে খাপ পঞ্চায়েতের নামে অভিযোগ করেন। তাঁদের দাবি, এভাবে নিজেদের হাতে আইন তুলে নেওয়ার জন্য দোষীদের শাস্তি পাওয়া উচিত। সেইসঙ্গে জরিমানা বাবদ তাঁদের কাছে যে টাকা নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ারও দাবি উঠেছে।

অভিযোগকারীরা জানিয়েছেন, শাস্তি দেওয়ার সময় এক জায়গায় অনেক মানুষ জড়ো হয়েছিল। তারা কেউ সামাজিক দূরত্ব মানেনি। তাই তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সিকার জেলার পুলিশ সুপার গগনদীপ সিংলা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রামে দল পাঠানো হয়েছে। গ্রামবাসীদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। ঘটনার ছবি ও ভিডিও যোগার করার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, গ্রামের সবার সামনে একসঙ্গে স্নান করতে বাধ্য করা হয়েছিল দু’জনকে, এমনটাই অভিযোগ উঠেছে। এই ঘটনার সময় কয়েকশ গ্রামের মানুষ সেখানে জড়ো হয়েছিল। অনেকে সেই ঘটনার ছবি ও ভিডিও তুলেছে বলেও অভিযোগ। কিন্তু কেউ তাদের সাহায্য করেনি বলে জানা গিয়েছে। দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি।