
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো পাসপোর্ট মামলায় পাঁচ মাসের উপর প্যারাগুয়েতে আটক থাকার পরে অবশেষে ব্রাজিলে ফিরলেন তারকা ফুটবলার রোলাল্ডিনহো গাউচো। মঙ্গলবার একটি প্রাইভেট জেটে করে ব্রাজিলে ফিরলেন তিনি।
প্রাক্তন ব্যালন ডি’অর জয়ী তারকা মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ প্যারাগুয়ে থেকে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে এসে পৌঁছন। তার আগে সোমবার মুক্তি দেওয়া হয় রোনাল্ডিনহোকে। ৪০ বছরের এই ফুটবলার ছাড়াও তাঁর ভাইকেও মুক্তি দেন বিচারক। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে এক মাস জেলে ও চার মাস হাউস অ্যারেস্টে ছিলেন রোনাল্ডিনহো ও তাঁর ভাই।
গত ৪ মার্চ ব্রাজিল থেকে প্যারাগুয়েতে যান রোনাল্ডিনহো ও তাঁর ভাই। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন প্রাক্তন বার্সেলোনা ও ব্রাজিলের তারকা ফুটবলার। কিন্তু দু’দিন পরেই তাঁদের হোটেলে হানা দেয় প্যারাগুয়ে পুলিশ। তাঁদের কাছে ভুয়ো ডকুমেন্টের অভিযোগ ছিল। থানায় গিয়ে তা উদ্ধার করে পুলিশ। তারপরেই তাঁদের আটক করে পুলিশ।
আদালতের তরফে জানানো হয়েছে, চাইলে যে কোনও দেশে যেতে পারেন প্রাক্তন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কিন্তু যদি তিনি নিজের ঠিকানা বদল করেন, তাহলে সেই তথ্য প্যারাগুয়ের আদালতকে জানাতে হবে। কাজের জন্য তাঁকে যে জরিমানা করা হয়েছে, যেটা তাঁকে মেটাতেই হবে। কিন্তু তাছাড়া কোনও নিষেধাজ্ঞা নেই তাঁর উপর।
কালো রংয়ের শার্ট ও জিন্স পরে সোমবার প্যারাগুয়ের আদালতে দেখা যায় রোনাল্ডিনহোকে। সেখানে ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লাখ টাকা জরিমানা দিয়ে নিজের মুক্তিতে রাজি হন তিনি। তাঁর ভাই তথা ম্যানেজার রবার্তো ডে আসিস মোরেইরাকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিচারক নিজের বক্তব্যে জানিয়েছেন, রোনাল্ডিনহোর এক্ষেত্রে বিশেষ কিছু দোষ নেই। কারণ তিনি জানতেন না, তাঁর পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্টে কোনও ত্রুটি রয়েছে। বরং দোষ রোনাল্ডিনহোর ভাই তথা ম্যানেজারের। কারণ, তিনি নিজে জানতেন ডকুমেন্টে ভুল রয়েছে। তার পরেও তিনি রোনাল্ডিনহোকে সতর্ক করেননি। তাই এই সমস্যা হয়েছে। এই ভুলের জন্য রোনাল্ডিনহোর ম্যানেজারকে ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ দু’বছর কোনও দেশে তিনি যেতে পারবেন না।