ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে বয়লার বিস্ফোরণ

             ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে বয়লার বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি :ভয়াবহ দুর্ঘটনা হাত থেকে বাঁচল টিটা গড়ের ওল্ড ক্যালকাটা রোডেরএলাকার বহু মানুষ। টিটাগর ওয়াগন বয়লার ব্লাস্ট করে রাত দেড়টা নাগাদ। বড় বড় পাথরের চাই ছিটকে আসে এলাকার বাড়িগুলোতে তখন সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। বড় বড় লোহার টুকরো ছিটকে আসে এলাকার মানুষের বাড়িতে । আট থেকে দশটি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়। বারান্দার গ্রিল ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেই বোল্ডার ঘরে গিয়ে পড়ে। অল্পের জন্য বেঁচে যায় এলাকার মানুষ। রাত দেড়টা নাগাদ বিকট আওয়াজ শুনে এলাকার মানুষ বেরিয়ে আসে তখনই দেখা যায় টিটাগর ওয়াগন শের বয়লার বাস্ট করে গেছে । বড় বড় বোল্ডারের সাথে ছিটকে আসা আগুন 150 থেকে 200 ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে‌।

You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251