ব্যারাকপুরের গুলিবিদ্ধ বিজেপি নেতা মনিশ শুক্লার মৃত্যু , অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে

নিজস্ব প্রতিনিধি বেঙ্গল ওয়াজ ব্যারাকপুর শিল্পাঞ্চল ফের উত্তপ্ত হয়ে  উঠলো গোলাগুলিতে |   টিটাগর বিজেপি পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ হলেন  বিজেপি নেতা মনিশ  শুক্ল  তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন  । সূত্র মারফত জানা গিয়েছে,  তার শরীরে একাধিক বুলেট বিদ্ধ হয়েছে।  বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতলে  আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বিজেপি নেতা মনিশ শুক্লকে । তৃণমূল আশ্রিত  দুষ্কৃতীরাই  গুলি করেছে বলে অভিযোগ  করা হয়েছে বিজেপির তরফ থেকে ।    শাসক দলের এর তরফ থেকে  অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

জানা গেছে,  মোট চারটি গুলি  লাগে  মনিশ শুক্লার  গায় এ ।  এই শুট আউটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা  ।  এই শুট আউটের ঘটনাটি ঘটেছে টিটাগর থানার  একেবারে কাছে ।   এরই প্রতিবাদে অবরুদ্ধ হয় বিটি রোড ।   কম ব্যা ট ফোর্স  কে  নামানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে ।  

বিজেপি নেতা  মনিশ শুক্লা র   টিটাগর থেকে ইছাপুর পর্যন্ত দাপট রয়েছে বলে রাজনৈতিক মহলে মত ।  ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে র  ছাত্র সংসদ নির্বাচন ঘিরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বাম জমানায় শেষের দিকে সেই সময় থেকেই ব্যারাকপুরের  রাজনীতিতে  মনিশ  পরিচিত নাম হয়ে উঠেছিল ।   

 ব্যারাকপুর শিল্পাঞ্চলে  সকলে তাকে অর্জুন সিং এর লোক হিসেবে জানে । গতবছর জুন মাসে মনিশ বিজেপিতে যোগ দেন তৃণমূল কংগ্রেস ছেড়ে সাংসদ অর্জুন সিং এর   হাত ধরে ।

গুলিবিদ্ধ বিজেপি নেতা মুনিশ শুক্লার মৃত্যু ঘিরে  উত্তাল টিটাগর এলাকায়  কম ব্যাট   ফোর্স নামানো হয়েছে । এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

লোকসভার পর থেকেই উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিস্থিতি এমন হয় যে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে বদলি করে নবান্ন। মাঝে কয়েক মাস বিক্ষিপ্ত অশান্তি ছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এদিন ফের খুনের ঘটনা ঘটল।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলে থাকার সময়ে মণীশ শুক্ল যে গোষ্ঠীর বিরোধী ছিলেন তারাই হামলা চালিয়েছে। যদিওশাসকদলের বক্তব্য, যা ঘটেছে সবটাই বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। রাত এগারোটা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

এই ঘটনায় বীজপুর থেকে টিটাগড় পযন্ত আগামীকাল বারো ঘন্টার বনধ এর ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব ।