বেলঘড়িয়া নিমতার রবীন্দ্রনগর এ গভীর রাতে যুবককে লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিনিধি :  গতকাল গভীর রাতে বেলঘড়িয়া আদর্শনগরে নিমতার রবীন্দ্রনগরের যুবককে লক্ষ্য করে গুলি। কি কারণে গুলি তা জানা না জানা যায়নি। গুলিবিদ্ধ যুবকের নাম শুভঙ্কর পাল (24)। সে ব্যাগের কারখানার কর্মী। পুলিশ সূত্রের খবর, শুভঙ্করের বুকে গুলি লাগে। নিমতা থানার পুলিশ গুলিবিদ্ধ যুবকের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন। কি কারণে গুলি চলে তা জানার চেষ্টা করছে নিমতা থানার পুলিশ। এই ঘটনায় স্থানীয় একটি মিষ্টির দোকানের যোগ উঠে আসছে। পুলিশ সূত্রের খবর, ওই দোকানে গুলিবিদ্ধ যুবক আড্ডা দিত। ওই দোকান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নিমতা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই মিষ্টির দোকান মালিক অজয় বাড়ুই। গুলিবিদ্ধ যুবকের মা জানান, তিনি জানতেন না ছেলে গুলিবিদ্ধ হয়েছে। গতকাল রাতে ছেলে বেরিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। গভীর রাতে মেয়ে জানায় ছেলের বুকে ব্যথা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে পুলিশ এসে বলে গুলি লেগেছে।