বীজপুরের বাম বিধায়কের পুত্রবধূ সদলবলে গেরুয়া শিবিরে যোগ দিলেন

বীজপুরের বাম বিধায়কের পুত্রবধূ সদলবলে সাংসদ অর্জুন সিংয়ের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন ———————————————-
এ যেন উলাট পুরান। সোমবার সকালে জগদ্দলের মজদুর ভবনে সাংসদ অর্জুন সিংয়ের হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করলেন বীজপুর কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক জগদীশ দাসের পুত্রবধূ সোমা দাস। এদিনের পালাবদল অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি। এদিন সাংসদ অর্জুন সিং বলেন, বামপন্থী পরিবার থেকে সোমা দেবী বিজেপিতে যোগ দিলেন। ফলে বীজপুরে দল কিছুটা শক্তিশালী হল। সোমা দেবীর নেতৃত্ব পুর ভোটে বিজপুরে দল লড়াই করবে। তবে তৃণমূল থেকে টিকিট না পাওয়া বিদায়ী কাউন্সিলর কিংবা নেতা বিজেপিতে যোগ দিলে কর্মী হিসেবে কাজ করতে হবে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া সোমা দেবী বলেন, তিনি রাজনীতি করতেন না। পরিবার বামপন্থার সঙ্গে যুক্ত। তবে আগামীদিনে বীজপুরে বিজেপি ঘুরে দাঁড়াবে। মোদীজির উন্নয়নমূলক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়েই তাঁর গেরুয়া শিবিরে যোগ দেওয়া।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251

SHOW LESS