বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার বাগুইআটিতে

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার বাগুইআটিতে। উদ্ধার করল বিধাননগর গোয়েন্দা শাখা ও বাগুইআটি থানার পুলিশ। গ্রেফতার এক দুষ্কৃতী। আজ ধৃতকে বারাসত কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বাগুই আটি থানার অর্জুনপুর বাজার এলাকায় হানা দেয় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও বাগুই আটি থানার পুলিশ। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয় এক দুষ্কৃতী। ধৃতের নাম দেবায়ন দেবনাথ। সে এর আগেও গ্রেফতার হয়েছিল। দেবায়ন বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে যুক্ত রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গতকাল রাতে অর্জুনপুরের স্থানীয় মার্কেট থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সেভেন এম এম আগ্নেয়াস্ত্র, ও তিনটে ওয়ান শাটার এবং দু’ হাজার টাকার দশটি জাল নোট।ধৃত দেবায়ন দেবনাথ বাগুইআটি এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা শাখা ও বাগুইআটি থানার যৌথ হানায় গ্রেফতার করা হয় দেবায়ন দেবনাথকে। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে সে আর কোন কোন অপরাধের সঙ্গে যুক্ত। এত পরিমানে আগ্নেয়াস্ত্র এবং জাল দু হাজার টাকার নোট কোথা থেকে পেল সে তার তদন্ত শুরু করেছে পুলিশ। বাগুইআটি(বিধাননগর)