শিলিগুড়ি, ১৮ই নভেম্বর: গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা বৃহষ্পতিবার শিলিগুড়ি জংশনের তেনজিং নোরগে বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ৫কেজি ৩২৬ গ্রাম সোনা উদ্ধার করতে সক্ষম হয় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ২কোটি ৭৭ লক্ষ। ধৃতদের নাম অমিত খণ্ডেলওয়াল, হাসমুখ চান্দ খণ্ডেলওয়াল ও রাহুল গেলট ধৃতরা মুম্বাইয়ের বাসিন্দা। জানাযায়, মনিপুর থেকে সোনা গুলি নিয়ে এসে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…
Facebook:- https://www.facebook.com/jagat.chakra…
Page:- https://www.facebook.com/Bengal-TV24X…
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251