বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নারকেলডাঙার ছাগলপট্টি বস্তি, গৃহহীন কয়েকশ মানুষ

প্রতিনিধি : সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাঘটল নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৫০টির বেশি ঝুপড়ি। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার খবর পেয়ে নারকেলডাঙার ওই অঞ্চলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। প্রচুর ঝুপড়ি থাকার কারণে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। ঘর পুড়ে গেলেও কারও হতাহত হওয়ার খবর মেলেনি।

কয়েকশো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এই ঘটনায়। বর্ষার সময়ে কার্যত ছাদহীন হয়ে পড়েছেন তাঁরা। মন্ত্রী সুজিত বসুর সামনেই কান্নায় ভেঙে পড়েন অনেকে। গৃহহীনদের যাতে দ্রুত পুনর্বাসন দেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু।

বছর দেড়েক আগে দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানেও লাইন দিয়ে পুড়ে গিয়েছিল ঝুপড়ি। পরে অবশ্য বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সেই ঘরগুলি নতুন করে তৈরি হয়েছে।

ছাগলপট্টি বস্তিতে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন সম্পূর্ণ নেভানোর জন্য প্রয়াস চালাচ্ছেন দমকলকর্মীরা। তাঁরা জানিয়েছেন, আগুন লাগার কারণ কী তা তদন্ত করে দেখা হচ্ছে।