* বিধাননগরে বিদ্যুত অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলো অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা*

নিজস্ব প্রতিনিধি : শিলিগুড়ি :- মঙ্গলবার একাধিক দাবিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা দুদিনের কর্ম বিরতি নিয়ে অবস্থান বিক্ষোভ বসলেন। এই বিষয়ে অস্থায়ী বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানিয়েছেন যে তাদের বেশ কিছু দাবি রয়েছে। তার মধ্যে সম কাজে সম বেতন দিতে হবে,যারা অস্থায়ী কর্মী রয়েছে তাদের স্থায়ীকরণ করতে হবে। তবে এই বিষয় নিয়ে তারা যখন কলকাতা বিদ্যুৎ ভবনের সামনে শান্তি পূর্ণ অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন। তখন কলকাতার বিধাননগর থানার পুলিশ অবস্থান বিক্ষোভ কারীদের উপর লাঠিচার্জ করে বিক্ষোভ ভঙ্গ করে। এবং ৪১ জন কর্মীর ওপর আইনি মামলা কর হয়। এর পাশাপাশি বেশ কিছু অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা পুলিশের লাঠিচার্জে আহত হন। সেই কারণে ২ ও ৩ ফেব্রুয়ারি অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি নিয়েছেন। তারা আরও জানান যে যদি তাদের দাবি দাওয়া না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দলন নামবেন। অপরদিকে এই খবর পেয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ বিধাননগরে এসে অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের সঙ্গে কথা বলেন। এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।