বিধাননগরের ভীমবার দৃষ্টিহীন বিদ্যালয়ে ৫০টি কম্বল তুলে দিলেন শিলিগুড়ি কলেজের এনএসএস ইউনিট ৪

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের ভীমবার দৃষ্টিহীন বিদ্যালয়ে ৫০টি কম্বল তুলে দিলেন শিলিগুড়ি কলেজের এনএসএস ইউনিট ৪ এর সদস্যরা। এই বিষয়ে শিলিগুড়ি কলেজের এনএসএস ইউনিট ৪ এর পোগ্রাম অফিসার ডঃ বিদ্যাবতি আগারওয়াল বলেন যে প্রত্যেকে বছরই আমরা এই দৃষ্টিহীন বিদ্যালয়ে আসি। এবং এসে খাওয়া জিনিসপত্র থেকে শুরু করে জামাকাপড় দিয়ে গিয়েছি। আর এবারে শীতে যদি ভাল কিছু করতে পারি তাই এদিন ৫০টি কম্বল এই দৃষ্টিহীন বিদ্যালয়ের সকলের হাতে তুলে দিলাম। এতে কিছুটা হলেও ছোট ছোট বাচ্চারা শীতে ভাল থাকবে। এবং আগামী দিনেও এদের পাশে থাকবো। এর পাশাপাশি তিনি আরও বলেন আমাদের এই কাজ দেখে যদিও আরও সমাজসেবীরা এগিয়ে আসে তাহলে এরা আরও বেশি উপকৃত হবে এটাই চাই।