বিজেপি বিরোধী প্রধান মুখ মুখ্যমন্ত্রী বললেন ফিরহাদ হাকিম
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানের শুধুমাত্র এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেই তার দায়িত্ব পালন করেন না। সর্বভারতীয় রাজনীতিতে বিশেষ করে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসাবে তিনি দেশের মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন। মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যপাল এর আহবানে ব্যক্তিগত সফরে তামিলনাড়ু সফরে গিয়েছেন। যদিও সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্তালিনের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাতে দেশজুড়ে বিজেপি বিরোধী জোটকে সঙ্ঘবদ্ধ করার বিষয়টি নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও এ দিন জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র- ফিরহাদ হাকিম। শহর কলকাতায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা নিম্নমুখি। সম্প্রতি ১২৭ নম্বর ওয়ার্ড এ হাউসিং এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার জন্য হাউসিং কমপ্লেক্সগুলির যে কমিটি রয়েছে তাদেরকেই মূলত দায়িত্ব নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টি নিয়ে। কলকাতা পুরসভা অবশ্যই তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে মশার লার্ভা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। তাই মানুষের সচেতনতা যত বৃদ্ধি পাবে শহর কলকাতায় ডেঙ্গুর প্রকোপ ততই কমবে, বলেও এদিন জানালেন মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি বর্ধমানের পানাগর থেকে বালি ও মাটি পাচারের একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন বিষয়টি সংশ্লিষ্ট জেলার ডিএম এবং এসপি সহ প্রশাসনিক কর্তাদের দেখতে হবে। ডিএম এর উদ্যোগে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। যাতে এ ধরনের অনৈতিক কাজ এর মাধ্যমে রাজ্য সরকারের রাজস্ব ক্ষতি না হয়। এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত রাখতে হবে, এই কাজের সঙ্গে যুক্ত মানুষজনকে। এদিন নবান্নে ক্যাবিনেটের বৈঠকেও বিষয়টি তুলবেন বলেও জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।