দিব্যেন্দু গোস্বামী :-বোলপুর;- ইলামবাজার বি মন্ডলের নাঁদাস গ্রামের বিজেপির সক্রিয় কর্মী বাপি আঁকুড়ে গতকাল রাত্রে থেকে নিখোঁজ ছিল আজ সকালে তার মৃতদেহ শাল নদীর ধারে পাওয়া যায়। বিজেপির সক্রিয় কর্মী হওয়ার জন্য শাসক দলের হাতে খুন হতে হলোবলে অভিযোগ বিজেপির ৷ অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক উত্তম রজঃ পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ওই এলাকার মধ্যে বাপি খুব জনপ্রিয় ছিল ।লোকের উপকারের জন্য সব সময় সে ঝাপিয়ে পড়তো ।তাকে খুন করে দিয়ে ওখানকার ভোট লুট করতে চাইছে তৃণমূল কংগ্রেস।। তাই খুন করা হয়েছে বাপিকে। অন্যদিকে তিনি আরো অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মঞ্চে খেলার কথা বলেছিলেন পরবর্তীকালে এক এক করে বিজেপি কর্মীদের কে হত্যা করে রক্তের খেলা খেলতে চাইছেন তিনি। যদিও এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।