বীজপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল

 নিজস্ব প্রতিনিধি :  বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসির উপস্থিতিতে ও বীজপুর থানার অফিসার সাব ইন্সপেক্টর গৌতম দে র এবং বীজপুর থানার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া তিনটি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল তাদের নিজের মালিকের হাতে ।   হারিয়ে যাওয়া ফোন হাতে পেয়ে প্রত্যেকে ভীষণ খুশি। তারা প্রত্যেকে বীজপুর থানার পুলিশকে আন্তরিক ভাবে ধন্যবাদ  জানায়  এবং বীজপুর থানার পুলিশ প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন । আমরাও BENGALTV24X7.COM  এর পক্ষ থেকে  বীজপুর পুলিশ  প্রশাসনের   এই তৎপরতার প্রশংসা করছি ।