নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : KAB জেলা ক্যারাটে সংগঠনের পক্ষ থেকে আজ বারাসাতের যুবক সংঘে সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক সম্মেলন করে তারা জানালেন, পশ্চিমবঙ্গের একমাত্র ক্যারাটে সংস্থা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনস অফ বেঙ্গল। কিছু স্বার্থান্বেষী লোক ভুয়ো ক্যারাটে সংস্থা খুলে ছাত্রদের জীবন নষ্ট করছে। যাতে ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা ভুল পথে চালিত হয়, ভুল সংস্থার হাতে ছাত্র-ছাত্রীদের যাদের জীবন নষ্ট না করে তার বার্তা দিতে আজ সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা ক্যারাটে কে ভালবাসেন, যাতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ আন্তর্জাতিক স্তরে নাম উজ্জ্বল করে খ্যাতিপ্রাপ্ত করতে পারে, তার জন্য অভিভাবকদের সঠিক জায়গায় ক্যারাটে প্রশিক্ষণের জন্য আহ্বান জানালেন