
উত্তর ২৪ পরগনা: বড় সাফল্য পেল বারাসত জেলা পুলিশ। হানা দিয়ে দুষ্কৃতীদের একটা বড় চক্রকে পাকড়াও করেছে তারা। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। এছাড়া অনেক চুরি চাওয়া বাইকও উদ্ধার হয়েছে। চক্রের আট দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গত এক সপ্তাহে ধরে বারাসত পুলিশ জেলার বিভিন্ন এলাকায় হানা দিয়ে এই সাফল্য পেয়েছে বলে জানিয়েছে বারাসত জেলা পুলিশ।
রবিবার বিকেলে বারাসত জেলা পুলিশের সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই সংক্রান্ত খবর জানান। তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে হানা দিয়ে এই বড় সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে একাধিক বাইক ও আগ্নেয়াস্ত্র। বাইক চোরেদের একটা বড় চক্রকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত আরও অনেককে পাকড়াও করা হবে বলেই জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে চলছে এই অভিযান। বারাসত পুলিশ জেলা জুড়ে এই অভিযান চলেছে। তার ফলে অনেক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করার পাশাপাশি এই বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই আগ্নেয়াস্ত্রগুলি বেশিরভাগই রাজ্যের বাইরে থেকে আমদানি করা বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, দত্তপুকুর থানা এলাকা থেকে আট দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন চক্রের সঙ্গে যুক্ত ছিল বলেই জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র। তাদের মধ্যে দুটি পিস্তল সেমি অটোমেটিক। এছাড়া সতেরো রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এইসব চক্র ছাড়াও তোলাবাজির সঙ্গে তারা যুক্ত ছিল বলে জানা গিয়েছে।
এছাড়া একটি মোবাইল চুরির চক্রের হদিশও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই মোবাইল চুরির চক্রটির পিছনে গত কয়েক দিন ধরে লেগে রয়েছেন পুলিশকর্মীরা। ইতিমধ্যেই প্রায় দেড়শটি চুরি যাওয়া মোবাইল ফোনের হদিশ পাওয়া গিয়েছে। শিগগির সেগুলি বাজেয়াপ্ত করবে পুলিশ। এই কাজের সঙ্গে যুক্ত কয়েকজনেরও হদিশ পেয়েছে পুলিশ। তাদেরকেও জলদিই পাকড়াও করা হবে বলে জানিয়েছেন সুপার।