বাপের বেটা হলে আমাকে আক্রমণ করুক……..

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :- আজ বিকাল পর্যন্ত আমার মেয়ের কাছে ইডির পক্ষ থেকে কোন নোটিশ বা চিঠি পৌঁছানো হয়নি। কোন ক্রস চেক না করেই একটি সংবাদপত্রে এমন খবর দেখানো হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। হিসাব বহির্ভূত টাকা রাখা ও বিদেশের ব্যাংক একাউন্টে টাকা রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ইডির পক্ষ থেকে তার বড় মেয়েকে চিঠি পাঠানোর প্রসঙ্গে মন্তব্য করলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন তার মেয়ে একটি সংস্থায় কর্মরত,, তার একটি বাচ্চা মেয়ে রয়েছে। বাপের বেটা হলে রাজনীতির স্বার্থে যদি আক্রমণ করতে হয় তাহলে সেটা আমাকে করা হোক,,, কিন্তু অন্যায় ভাবে আমার মেয়েকে আক্রমণ করা হচ্ছে। আমরা নীতি আদর্শে বিশ্বাসী। সারোদা-নারোদা নিয়ে পাঁচ বছর আগেই ইনকোয়ারি শেষ হয়েছে,,, তাতে কি হয়েছে সেটা মানুষ জানে।এরাজ্যে প্রত্যেক নির্বাচনের আগেই ক্ষমতা দখল করার স্বার্থে বিজেপির পক্ষ থেকে এ ধরনের মিথ্যাচার করা হয়, বলেও এ দিন জানান ফিরহাদ,,,,