বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী, হরিনাম করতে করতে প্রচার করলেন।।

নিজস্ব প্রতিনিধি :- বাদুড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন বাদুড়িয়ার বিজেপি প্রার্থী সুকল্যাণ বৈদ্য, তার সঙ্গে কয়েকশো বিজেপি নেতাকর্মী পায়ে পা মেলান। বিজেপি প্রার্থী সুকল্যাণ বৈদ্য বলেন, বাদুড়িয়া একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল এখন সেটা অতীত, মানুষ তাদের থেকে কোন উপকার পাইনি, নেই রাস্তাঘাট নেই পানীয় জল, না আছে অন্যান্য পরিষেবা। তাই মানুষ আমাদের সাথে আছে আমরা জিতছি আমরা ক্ষমতায় এলে আমার প্রথম কাজ হবে বাদুড়িয়া ও লক্ষ্মীনাথ পুর এর সংযোগস্থল একটি ব্রিজ বাম আমল থেকেই এইট্টি পার্সেন্ট কাজ হয়ে পড়ে রয়েছে, এই কাজটি সম্পন্ন করা হবে। জেতার ব্যাপারে তিনি বলেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কে ভোট দেবে আমরা জিতছি জিতবো।