
মুম্বইতে এক আত্মীয়ের বাড়ি দেখে এসেছিলেন। টবে আপেল ফলেছে। ভাল লেগে যায় হাঁসখালির যুবক প্রসেনজিৎ বিশ্বাসের। বাড়ি ফিরে নিজের জমিতেই বসিয়ে দিলেন আপেল গাছের চারা। এখন ফল ধরেছে তাতে।
কাশ্মীর বা হিমাচলের নিসর্গের সঙ্গেই জড়িয়ে রয়েছে সুস্বাদু আপেলের অনুসঙ্গ। কাশ্মীর বেড়াতে গিয়ে আপেল বাগান ছুঁয়ে আসেননি এমন পর্যটকের দেখা মিলবে না বড় একটা। বিশেষ করে বাঙালির এই ফ্যান্টাসির খ্যাতি তো ভুবনবিদিত। কাশ্মীরের আপেলের নামে রসনা সিক্ত হওয়ার পাশাপাশি অজান্তেই যেন মনে উঁকি দিয়ে যায় ভূস্বর্গ। সেই ফ্যান্টাসিতে কি আঘাত লাগবে যদি বলি এই বাংলাতেও এখন ফলছে স্বর্গের এই অমৃত ফল! দৈনিক যা একটা করে খেলেই নাকি দূরে রাখা যায় ডাক্তার আর ওষুধকে। বাংলার মাটিতে আপেল ফলে আছে দেখতে চলুন ঘুরে আসি নদিয়ার হাঁসখালি