বদলা নিতে প্রতিবেশীকে ছুরি দিয়ে খুন

              দুই প্রতিবেশীর মধ্যে গালিগাজ, বদলা নিতে প্রতিবেশী কে ছুড়ি মেড়ে খুন ভাটপাড়ায়:-      নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : প্রতিবেশী দুই যুবতির মধ্যে ঝামেলা। তার বদলা নিতে পেটে ও গলায় ধারালো অস্ত্রে কোপ। হাস পাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু রাম বাহাদুর এর(৪৬)।অভিযুক্ত রামবাবু রাজভড় পলাতক। পলাতক গোটা পরিবারও। ভাটপাড়া তিন ওয়ারডের বাসিন্দা রামবাহাদুর (৪৬)।গতকাল রাতে দুই পরিবারের মেয়েদের সাথে ঝামেলা বাদে এক অপরকে গালিগালাজ কে কেন্দ্র করে। ভাটপাড়া থানার পুলিশ এসে তা মিটিয়ে ও দেয়। দুজনেই ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে কাজ করে। আজ রাম বাহাদুর যখন কাজ থেকে বের হয় তখন তাকে খুন করার জন্য অপেক্ষা করতে থাকে রাম বাবু রাজভড়। ঠিক জুটমিলের গেট থেকে ২০০ ফুট এগোতেই ভীড়ের মধ্যেই প্রথমে গলায় ছুড়ি তারপর তাকে পেটে ছুড়ি মারে রামবাবু।এরপরে সবাই ছুটে এলে পালিয়ে যায় রাম বাবু। রক্তাক্ত রাম বাহাদুর কে নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাস পাতালে নিয়ে যাবার পথেই মারা যায় রাম বাহাদুর। এলাকায় ক্ষোভ ছড়িয়ে পরে। সবার মুখে একটাই কথা সামান্য একটা ঘটনার জেড়ে এমন ভাবে খুন হতে হলো রাম বাহাদুর কে?