
প্রতিনিধি : বিমানের ভিতরে বড্ড গরম। আর তাই বিমানের আপাতকালীন দরজা খুলে ডানায় উঠে পড়লেন তিনি। আচমকা এই ঘটনায় হতবাক হয়ে যান সবাই। কী করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না কর্মীরা। অবশেষে ওই মহিলাকে নামিয়ে আনা হয় ডানার উপর থেকে। এই ঘটনার জন্য তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে খবর। অর্থাৎ আগামী দিনে আর বিমানে উঠতে পারবেন না তিনি।
ঘটনাটি ঘটেছে ইউক্রেনের কিয়েভে। ইউক্রেন এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৩৭- ৮৬এন বিমানবন্দরের মাটি ছোঁয়ার পরেই এই ঘটনা ঘটে। ইউক্রেন এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, বিমান অবতরণের পরেই ওই মহিলা অভিযোগ করেন তাঁর গরম লাগছে। একথা বলে বিমানের আপাতকালীন দরজা খুলে ডানায় উঠে সেখানে হাঁটাহাঁটি করতে শুরু করেন তিনি। তাঁর দাবি, কিছুটা হাওয়া খাওয়ার জন্য সেখানে উঠে পড়েছিলেন তিনি।
দুই সন্তান রয়েছে ওই মহিলার। তারাও মায়ের এই কাজে অবাক হয়ে যায়। ওই বিমানেরই আর এক যাত্রী জানিয়েছেন, “বিমান অবতরণের পরে সবাই প্রায় নেমে পড়েছিলেন। সেই সময় ওই মহিলা বিমানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপাতকালীন দরজা পর্যন্ত হেঁটে গিয়ে তারপর তা খুলে বাইরে বেরিয়ে যান। ওই মহিলার দুই সন্তান আমার পাশেই দাঁড়িয়েছিল। তারাও অবাক হয়ে বলতে থাকে, উনি আমাদের মা।”
এই ঘটনার ভিডিও করে রাখেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে বিমানের ডানায় হেঁটে বেড়াচ্ছেন ওই মহিলা।