মলয় দে নদীয়া:- শহর হোক বা গ্রাম! নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত সরকারি প্রতিষ্ঠান, রাস্তার ধারে ইলেকট্রিক বা টেলিফোন পোস্ট! খুলে দেওয়া হয়েছে দলীয় পতাকা হোডিং ব্যানার-ফেস্টুন। ভোট প্রচারে সময় বড়ই কম, এসময় পথচলতি সাধারণ মানুষকে রাজনৈতিক দলগুলি নিজেদের নিজেদের দলীয় পতাকার মাধ্যমে উজ্জীবিত করার মান রক্ষা করেছে গাছ। ব্যক্তিগত সম্পত্তি হোক বা রাস্তার পাশের গাছ অনুমতিক্রমে লাগানো যেতে পারে দলীয় পতাকা এমনটাই জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। তবে তারা এও জানান , আলপিন বা পিন দিয়ে গাছের ক্ষতি করে নয়, দড়ি দিয়ে পতাকা বেঁধে দিচ্ছেন, দলীয় পতাকা। ব্যস্ততম শহর হোক বা গ্রাম্য ফাঁকা রাস্তা সবক্ষেত্রেই পথচলতি দের নজর পড়বে, দলীয় প্রতীক চিহ্নের উপর। এরকমি বেশ কিছু চিত্র আমাদের ক্যামেরাবন্দি হলো, নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি অঞ্চলের বড় জিয়াকুর গ্রামে , সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, রাস্তার দু’পাশে বেঁধে চলেছেন বিজেপির দলীয় পতাকা। অন্যদিকে শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র ডাকঘর মোড়ে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঁধা হচ্ছে দলীয় পতাকা। সিপিআইএম দলের পক্ষ থেকেও বিভিন্ন গ্রাম শহরে র গাছে বাঁধার সময়ের কোন চিত্র আমাদের ক্যামেরায় ধরা না পড়লেও, পরবর্তীতে তা লক্ষ্য করা গেছে।