প্রাণী সম্পদ বিকাশ মেলা জামালপুর ব্লকের চকদিঘি অঞ্চলে ।।

কল্যাণ দত্ত : বর্ধমান :- পূর্ব বর্ধমান, জামালপুর প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ব্যবস্থাপনায় এবং চকদিঘী গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় চকদিঘী অঞ্চলের, গোপীকান্তপুর গ্রামে প্রাণী বিকাশ সম্পদ মেলার শুভ উদ্বোধন হলো। এই মেলার শুভ উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। কৃষিপ্রধান রাজ্যে কৃষির উন্নয়নে এবং বিভিন্ন প্রজাতির পশু পালনের মানোন্নয়নে সারা রাজ্যব্যাপী চলছে প্রাণী সম্পদ বিকাশ মেলা। এই দিনের মেলা মঞ্চে উপস্থিত ছিলেন মেলার সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবু হেমব্রম, প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ্য সুনীল ধারা, কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ ঘোষ সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং প্রাণী পালকরা । অনুষ্ঠানের শেষে প্রাণী পালকদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় ।