প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজের কলেজের বিক্ষোভে উত্তাল ।।

দিব্যেন্দু গোস্বামী :- বীরভূম:- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজের কলেজের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সিউড়ি বিদ্যাসাগর কলেজ। সকাল থেকেই কলেজের ফি কমানোর দাবিতে বিক্ষোভে শামিল হয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্র এবং ছাত্রীরা ।কেন কি কারনে বিদ্যাসাগর কলেজের ফি বাড়ানো হলো কাদের স্বার্থে এই নিয়ে ইতিমধ্যেই একটা প্রশ্ন চিহ্ন শুরু হয়েছে ।যদিও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে উনারা কোনো রকম কোনো সহযোগিতা করেনি। অন্যদিকে ছাত্রছাত্রীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা 600 টাকার বেশি এক পয়সাও কলেজকে দেব না ।কলেজের জেএসসি সেটা আমরা দিয়ে দেবো কিন্তু বাকি 700 টাকা সেটা আমরা কিন্তু দিতে পারবো না। সামনেই করোনা পরিস্থিতি তৈরি হয়েছিল এক বছরের মতো ক্লাস বন্ধ ছিল তা সত্ত্বেও এই টাকা ক্ষমতা বলে তারা এই ধরনের 700 টাকা আরও চাপিয়ে দেওয়া হয়েছে ।তাদের অনেকেই হতাশ তাই সোমবার সকাল থেকেই আরম্ভ হয়েছে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ এবং ধরনা। বিদ্যাসাগর কলেজে ছাত্র এবং ছাত্রী বিক্ষোভ আজ প্রথম দিন বিক্ষোভ এবং ধরনা। তাদের দাবি যদি কলেজ কর্তৃপক্ষ মেনে নেয় তাহলে পুনরায় আমরা বিক্ষোভ তুলে নেব। কিন্তু প্রশাসন কলেজ কর্তৃপক্ষ কেউই তাদের আবেদন শুনতে চাইছে না। যার কারণে পরিস্থিতি আরো ঘোরালো দিকে এগোচ্ছে। কলেজের আরেক ছাত্রী তাসনিয়া পারভীন তিনি জানান যে তাদের বিরুদ্ধে গিয়ে কর্তৃপক্ষ কোনো রকম নোটিশ না দিয়েই টাকা বাড়িয়ে দিচ্ছে ।যার ফলে আমরা অনেক সময় টাকা দিতে পারছি না করোনা করণা সময় কর্তৃপক্ষের উচিত ছিল এমনিতেই ফ্রিজ বন্ধ করার ।কিন্তু তারা তো করেনি উপরন্তু তারা ফ্রিজ দিয়েছে বাড়িয়ে ।এতে করে ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা তারা জানাই পরিস্থিতির জন্য মুকুব করা হোক অনেক গরীব ছাত্র ছাত্রী আছে তারাও পরিস্থিতির জন্য মুকুব করা হত। অনেক গরিব ছাত্র-ছাত্রী আছে তারাও টাকা দিতে পারছিনা ।অন্যদিকে আমাদের অনলাইন পড়াশোনা ও চলছে কিন্তু অনেক ছেলের হাতে মোবাইল নেই তাহলে তারা অনলাইন ক্লাস কিভাবে করবে ? এই নিও কিন্তু প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে ইতিমধ্যে ।এখন দেখার বিষয় প্রশাসন ছাত্র-ছাত্রীর কথা মেনে নিয়ে কিভাবে আগামী দিনে কলেজ চালাবে তা স্থির করা। বেতন বৈষম্য দূর করুন তারপর আবার ক্লাস আরম্ভ হবে। এটাই ছিল ছাত্র-ছাত্রীদের উল্লেখযোগ্য দাবি।