পূর্ব মেদিনীপুরে কংগ্রেসের শক্তি বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা ,বেঙ্গল ওয়াজ:   আজ মহিষাদল ব্লক কংগ্রেসের কর্মিসভায় জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্রর উপস্থিতিতে সুতাহাটা ব্লকের তাপস মান্নার নেতৃত্বে অসীম মাইতি, সুদীপ মাইতি, শেখ জয়নাল সহ জনা তিরিশেক তৃণমূল কর্মী কংগ্রেসে ফিরলেন। প্রসঙ্গত উল্লেখ্য তাপস মান্না দীর্ঘদিন সুতাহাটা ১ ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন

ঘর ওয়াপসি, ঘরের ছেলে ঘরে ফিরছে, ভিড় বাড়ছে… মানস কর মহাপাত্র জেলা কংগ্রেস সভাপতি হওয়ার পর কংগ্রেসে ফেরার ঢল নেমেছে… ভরসা রাখুন হাতে, কংগ্রেস সর্বদা আপনার সাথে…