পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার হলদিয়া মোড়ে ছ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো

  নিজস্ব সংবাদদাতা ,বেঙ্গল ওয়াজ:   আজ ভোররাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার হলদিয়া মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো। ঘটনাস্থলেই মৃত্যি হয় দুই যুবক ও দুটি জার্সি গরু‌র। জানাগেছে হলদিয়া মোড়ের কাছে তেল পাম্প থেকে একটি বালি বোঝাই ডাম্পার বের হচ্ছিলো মেছেদা যাওয়ার জন্য।অপরদিকে দেউলিয়ার দিক থেকে একটা ইনোভা গাড়ি তীব্র গতিতে এসে ধাক্কা মারে। ইনোভাতেই দুটি গরু চার পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো।ওই ইনোভাতেই থাকা চালক সহ দুই যুবক ও দুটি গরু ঘটনাস্থলেই মারা যায়। গাড়িটি সম্ভবত বর্ধমানের বলে অনুমান করা হচ্ছে।এখনও সঠিক পরিচয় পাওয়া যায়নি।

SHOW LESS