নিজস্ব সংবাদদাতা ,বেঙ্গল ওয়াজ: পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ নবনিযুক্ত ব্লক তৃণমূল সভাপতি ও দলের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি স্বরাজ খাঁড়া ও দলের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রাজকুমার দুয়ারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত,গত মঙ্গলবার রাজ্য তৃণমূলের নির্দেশক্রমে পূর্ব মেদিনীপুর জেলায় শাসকদলের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়৷ সেই মোতাবেক এ দিন নতুন ব্লক সভাপতি ও ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীপতি প্রধান, পঞ্চায়েত সদস্য তপন নাজির, নিধুরাম গিরি, মির্জা নাসের হোসেন বেগ, কিশোরগোপাল ভূঞা, দিলীপ বর, চন্দন জানা, পুলক মাইতি, সৌরভ মাইতি, শেখ টুটুল, শ্রীকৃষ্ণ মন্ডল প্রমুখ।
SHOW LESS