পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার অনুষ্ঠান ।।

নিজস্ব প্রতিনিধি, বারাসাত : বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোড় কদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচারে আজ বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে মধ্যমগ্রাম 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ষ্টার মলের সামনে থেকে মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত প্রচার মিছিলের আয়োজন করা হয়। মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন ট্রাফিক গার্ডের সামনে প্রচার মিছিল মঞ্চ প্রস্তুত করা হয়েছে । এই সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার অনুষ্ঠানের তত্ত্বাবধানে রয়েছেন বারাসাত জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি। বারাসাত জেলা পুলিশ সুপারের অন্তর্গত কয়েকশো পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার এই প্রচার মিছিলে অংশগ্রহণ করবে। রাখা হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ ব্যানারে সুসজ্জিত ট্যাবলো. পথচলতি মানুষদের সতর্কবার্তায় এই প্রচার মিছিল বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে। এছাড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আট জন কর্মীকে পুরস্কৃত করা হলো ভালো কাজের জন্য। এবং মধ্যম গ্রাম পুলিশের পক্ষ থেকে বাইক রেলি চালু করা হয়। সাধারণ মানুষকে হেলমেট দেওয়া হলো যাতে মধ্যগ্রাম ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।