পুলিশি হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তভার নিচ্ছে সিআইডি

প্রতিনিধি: উত্তর দিনাজপুরে পুলিশি হেফাজতে বিজেপি কর্মী অনুপ রায়ের মৃত্যু মামলায় তদন্তভার সিআইডি’র হাতে তুলে দেবার নির্দেশ দিল রাজ্য সরকার। শুক্রবার এই নির্দেশ রায়গঞ্জ পুলিশ জেলার আধিকারিকদের কাছে এছে পৌঁছায়। তবে এখনও মামলার সমস্ত নথি পুলিশের হাত থেকে তুলে নেয়নি সিআইডি। এমনটাই জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসপ্রীত সিং। যদিও রাজ্য সরকারের এই নির্দেশে খুশি হননি উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিত্‍ লাহিড়ী। বিশ্বজিতবাবুর দাবি রাজ্য সরকার সিবিআই তদন্তের দাবি থেকে নজর ঘোরানোর জন্যই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসের ২ তারিখ ইটাহারের বিজেপি কর্মী অনুপ কুমার রায়ের মৃত্যু হয় রায়গঞ্জ থানার পুলিশের হেফাজতে থাকার সময়। এই নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে ওঠে এই ঘটনা। অনুপের মায়ের অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশের আবেদনের ভিত্তিতে, আদালতের নির্দেশে দ্বিতীয় বার অনুপের মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। মৃত অনুপের মায়ের অভিযোগের ভিত্তিতে অনুপের মৃত্যুর ২ দিন পর খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করে ইটাহার থানার পুলিশ। শুক্রবার এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।