এবার এশিয়ান গেমে চান্স পেয়ে খেলতে যাচ্ছেন কাঁচরাপাড়া পলিটেকনিক দ্বাদশ শ্রেণী স্কুলের ছাত্র কৌশিক বৈরাগী নিজস্ব প্রতিনিধি: এবার ভারতবর্ষের মধ্যে কাঁচরাপাড়া থেকে পলিটেকনিক স্কুল দ্বাদশ শ্রেণীর ছাত্র কৌশিক বৈরাগী এশিয়ান গেমস চান্স পেয়ে খেলতে যাচ্ছে। মূলত ইয়োগার ওপরেই চান্স পেয়েছে কৌশিক। আজ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে কৌশিককে শুভেচ্ছা জানায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা এছাড়া উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার সার্কেল ইন্সপেক্টর।
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251