প্রতিনিধি বীরভূম: দুষ্কৃতী তাণ্ডবে উত্তাল হল খয়রাশোলের বাবুইজোর। চলল পঞ্চায়েত অফিসে ভাঙচুর, বোমা-গুলির লড়াই। আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরবাইক ও গাড়িতে।
অভিযোগ শুক্রবার দুপুরে উন্মত্ত জনতা গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায়। পাল্টা অভিযোগ, এলাকার উন্নয়নের দাবি জানাতে গেলে জনতার উপর বোমা গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় এক গ্রামবাসী গুরুতর জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির মদতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। অন্যদিকে বিজেপি সেই অভিযোগ নস্যাৎ করে দাবি করে, এলাকার অনুন্নয়ন এবং তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই সংঘর্ষ।
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি নিরীহ জনতার ওপর দুষ্কৃতীরা বোমা-গুলি নিয়ে তাণ্ডব চালিয়েছে। সেই ঘটনায় একজন গুরুতর জখম হয়েছেন। জেলা পরিষদের সদস্য বিকাশ রায় চৌধুরী বলেন, ‘‘বিরোধী রাজনৈতিক দলের মধ্যে কিছু দুষ্কৃতী পঞ্চায়েত অফিসে গিয়ে তাণ্ডব চালিয়েছে। বিরোধী দল বিজেপির মদতেই এই সমস্ত ঘটনা ঘটেছে বলে আমাদের অনুমান। পুলিশ ঘটনার তদন্ত করে প্রকৃত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করুক।’’ অন্যদিকে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘‘এলাকার অনুন্নয়ন এবং টাকা-পয়সার ভাগ-বাঁটোয়ারার নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছে। তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে অনেক দিন থেকেই তার প্রমাণ এই সমস্ত ঘটনা। বিজেপি কোনও ভাবেই এই নোংরা ঘটনার সঙ্গে যুক্ত নয়। নিজেদের পিঠ বাঁচাতে বিজেপির নাম করা হচ্ছে এখানে।’’