নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ: নৈহাটি দোগাছিয়া সাহেবপুকুরপাড় পুজো কমিটির 21 তম বর্ষের কালি পুজোর উদ্বোধন হলো আজ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এই পুজোর উদ্বোধন করেন। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা ফাল্গুনী পাত্র বিজেপি নেতা পার্থ সারথি পাত্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজেপি নেতা সায়ন্তন বসু সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানান।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বলেন… কালীঘাট প্রাইভেট লিমিটেড এর বিরুদ্ধে যারা কাজ করবেন তাদের সকলকেই আমাদের দলে স্বাগত। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা ছাড়াও শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে বলেন কালীঘাট প্রাইভেট লিমিটেডের ব্যানারে কেউই মান সম্মান রেখে কাজ করতে পারবেন না কাটমানি চিটফান্ড কেলেঙ্কারি সমস্ত কিছুর নেপথ্যে এই কালীঘাট প্রাইভেট লিমিটেড রয়েছে এই কারখানা টাকে ধ্বংস করা দরকার রয়েছে বলে জানালেন সায়ন্তন বাবু ।