নৈহাটিতে তৃণমূলের যুব নেতা কে লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিনিধি: নৈহাটি তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা নৈহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সন দে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ তৃণমূলের যুব নেতার। অল্পের জন্য প্রাণে বাঁচে ওই তৃণমূলের যুব নেতা। এই গুলি চালানোর ঘটনার অভিযোগ ওঠে বিজেপি কর্মী তন্ময় ঘোষ এর বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি কর্মী তন্ময় ঘোষ জানান গতকাল রাতে তার নিজের দোকান বন্ধ করার পর শাসক দলের বেশ কয়েকজন যুবক তাঁকে ঘিরে লক্ষ্য করে গালিগালাজ করে এবং তাকে হত্যা করে কিন্তু গুলি চালানোর ঘটনা অস্বীকার করল বিজেপি কর্মী তন্ময় ঘোষ সে বিজেপি করে বলি তাকে ফাঁসানো হচ্ছে। আজ ঘটনাস্থলে পৌঁছালে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক তিনি বলেন যেভাবে সনদ করোনা মহামারীতে দিনের-পর-দিন মানুষের পাশে দাঁড়িয়েছে সেই ভোটবাক্সে বাধা হতে পারে সনদ তাই তাকে সরিয়ে ফেলার চেষ্টা করছে বিজেপি।