নির্বাচনী ফল প্রকাশের পর বেঙ্গল টিভিকে কি বললেন অনুব্রত মণ্ডল।।

নিজস্ব প্রতিনিধি :- ভোটের আগে বিজেপি প্রচুর টাকা ছড়িয়ে ছিল বিভিন্ন ওয়ার্ডে ।11 টা ওয়ার্ডে প্রায় 15 লাখ টাকা পর্যন্ত তারা দিয়েছিল ভোট করার জন্য । কিন্তু মানুষ বিশ্বাস করেনি তাদের। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে ।তাই আজকে বিজেপির এই ভরাডুবি । নতুনভাবে নতুন চেহারায় তৃণমূল কংগ্রেস ফিরে এসেছে নতুনভাবে । সেই নতুনের কারিগর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে যারা সব বহিরাগত এখানে এসে বড় বড় ভাষণ দিয়েছে এবং পাশাপাশি বাংলা কি কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলতে পারে কখনোই না। তাই মানুষ দেখেছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকদিকে বহিরাগত বিজেপি। সেই জন্যই মানুষ ঘরের মানুষকে বেছে নিয়েছে ।ভোট দিয়ে ভোটে জেতাতে তাই বাইরের লোককে সমর্থন না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রেখেছে সাধারণ মানুষ। তারই ফলশ্রুতি আজকে পাওয়া গেল বিজয় । মা মাটি মানুষের জয় এমনই কথা এসে বললেন অনুব্রত মন্ডল।

SHOW MORE